উপনাম কুইজ | Eponym Quiz | GK Quiz ( Part - 4 )

তোমরা উপনাম কুইজ জিকের কুইজটি দাও। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।


পর্ব 4
বিষয় উপনাম
মোট প্রশ্ন সংখ্যা 20
মোট সময় 5 মিনিট

GK Quiz Part 4


Question 1: ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?
A) বেঙ্গালুরু
B) জামশেদপুর
C) আহমেদাবাদ
D) অমৃতসর
Question 2: ভারতের মশলার বাগান কাকে বলা হয়?
A) কর্ণাটক
B) অন্ধ্রপ্রদেশ
C) কেরালা
D) কাশ্মীর
Question 3: ভারতের ম্যাঞ্চেস্টার কোন শহরকে বলা হয়?
A) মুম্বই
B) আহমেদাবাদ
C) কোচি
D) মাদুরাই
Question 4: নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি "গোলাপি শহর" নামে পরিচিত?
A) সোজাত
B) কোটা
C) জয়পুর
D) উদয়পুর
Question 5: দাক্ষিণাত্যের রানি নামে কোন শহর পরিচিত?
A) চেন্নাই
B) মাদুরাই
C) কোচিন
D) পুনে
Question 6: দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়?
A) শ্রীলঙ্কা
B) মালদ্বীপ
C) থাইল্যান্ড
D) গ্রীনল্যান্ড
Question 7: জিব্রাল্টার প্রণালী _______ নামেও পরিচিত।
A) অ্যান্টিলিসের মুক্তা
B) নিঃসঙ্গ দ্বীপ
C) পৃথিবীর ছাদ
D) হারকিউলিসের স্তম্ভ
Question 8: উদীয়মান সূর্যের দেশ কাকে বলে?
A) জাপান
B) নরওয়ে
C) অস্ট্রেলিয়া
D) ফিজি
Question 9: নিশীথ সূর্যের দেশ কাকে বলে?
A) জাপান
B) নরওয়ে
C) অস্ট্রেলিয়া
D) ফিজি
Question 10: নিম্নলিখিত ইউরোপীয় দেশগুলির মধ্যে কোনটিকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়?
A) সুইডেন
B) ফিনল্যান্ড
C) নরওয়ে
D) এস্তোনিয়া
Question 11: অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়?
A) ওশিয়ানিয়া
B) অ্যান্টার্কটিকা
C) দক্ষিন আমেরিকা
D) আফ্রিকা
Question 12: নীলনদের দান কোন দেশকে বলা হয়?
A) ব্রাজিল
B) ঘানা
C) নাইজেরিয়া
D) মিশর
Question 13: পৃথিবীর কসাইখানা কোন শহরকে বলে?
A) ঢাকা
B) শিকাগো
C) মস্কো
D) বেজিং
Question 14: শ্বেত হস্তীর দেশ কাকে বলে?
A) ইন্দোনেশিয়া
B) ভিয়েতনাম
C) মালয়েশিয়া
D) থাইল্যান্ড
Question 15: বজ্রপাতের দেশ কাকে বলে?
A) ভুটান
B) নেপাল
C) মায়ানমার
D) ভারত
Question 16: কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয়?
A) স্পেন
B) জার্মানি
C) সুইজারল্যান্ড
D) ইংল্যান্ড
Question 17: কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
A) দাক্ষিণাত্যের মালভূমি
B) অ্যান্টার্কটিক মালভূমি
C) আন্দিয়ান মালভূমি
D) পামির মালভূমি
Question 18: জোহানেসবার্গ কী নামে পরিচিত?
A) বিশ্বের সোনার রাজধানী
B) বিশ্বের সূর্য শহর
C) বিশ্বের রূপালী রাষ্ট্র
D) বিশ্বের ক্রীড়া শহর
Question 19: নিচের কোনটিকে 'পাহাড়ের রাণী' বলা হয়?
A) নৈনিতাল
B) ধনৌলতি
C) মুসৌরি
D) আলমোরা
Question 20: রোম সম্পর্কে নীচের কোনটি সত্য?
1. সাত পাহাড়ের শহর
2. চিরন্তন শহর
3. হেরিং পুকুর
4. কোয়েকার সিটি
A) 2, 3
B) 1, 2
C) 1, 2, 3
D) 1, 3, 4

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

Post a Comment

0 Comments