প্রথম ভারতীয় কুইজ | First Indian Quiz | GK Quiz

GK Quiz
তোমরা জিকে ওপর প্রথম ভারতীয় পুরুষ ও মহিলা কুইজটি দাও। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।


পর্ব3
বিষয়প্রথম ভারতীয়
মোট প্রশ্ন সংখ্যা30
মোট সময়7 মিনিট


 GK Quiz Part 3


Question 1: প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিল?
A) রাকেশ শর্মা
B) এন আর পিল্লাই
C) সুকুমার সেন
D) বল্লবভাই প্যাটেল
Question 2: লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
A) এস রাধাকৃষ্ণান
B) জওহরলাল নেহেরু
C) জি ভি মাভালঙ্কার
D) এইচ জে কানিয়া
Question 3: সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
A) সুকুমার সেন
B) হীরালাল জে কানাইয়া
C) সি ডি দেশমুখ
D) চিত্তরঞ্জন দাস
Question 4: UN এর সাধারণ সভার প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) বিজয়লক্ষ্মী পন্ডিত
C) সরোজিনী নাইডু
D) রাজকুমারী অমৃতা কৌর
Question 5: ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের অধিনায়ক কে?
A) মহারাজা ভিজি
B) মহারাজা রঞ্জিত সিং
C) নবাব পৌতদি
D) সি কে নাইডু
Question 6: প্রথম কোন ভারতীয় নৌবাহিনীর প্রধান হয়েছিলেন?
A) কে এম কারিয়াপ্পা
B) সুব্রত মুখার্জী
C) বিপিন রাওয়াত
D) আর ডি কাটারি
Question 7: ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কী?
A) ফাতিমা বিবি
B) এ পি জে আব্দুল কালাম
C) জাকির হোসেন
D) বদরুদ্দিন তায়েবজি
Question 8: কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল পার করেন?
A) রাকেশ শর্মা
B) কল্পনা চাওলা
C) বাচেন্দ্রী পাল
D) মিহির সেন
Question 9: ভারতের প্রথম দাবার গ্র্যান্ডমাস্টার কে হয়েছিলেন?
A) বিশ্বনাথন আনন্দ
B) সূর্যশেখর গাঙ্গুলি
C) দিব্যেন্দু বড়ুয়া
D) অভিজিৎ গুপ্তা
Question 10: প্রথম কে দাদাসাহেব ফালকে পুরস্কার পায়?
A) দেব আনন্দ
B) উত্তম কুমার
C) দেবিকা রানী
D) রাজ কাপুর
Question 11: ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে হন?
A) কিরণ বেদি
B) আন্না মালহোত্রা
C) ইন্দিরা গান্ধী
D) অরুণা আসাফ আলী
Question 12: প্রথম জ্ঞানপিঠ পুরস্কার কে পান?
A) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
B) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C) মুন্সি প্রেমচাঁদ
D) জি শঙ্কর কুরুপ
Question 13: প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে ছিলেন?
A) রাকেশ শর্মা
B) কল্পনা চাওলা
C) ইউরি গ্যাগারিন
D) মহেশ ভূপতি
Question 14: প্রথম কে পরমবীর চক্র পান?
A) সোমনাথ শর্মা
B) সুকুমার সেন
C) রাকেশ শর্মা
D) রাজেন্দ্র সিংজী
Question 15: ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
A) জওহরলাল নেহরু
B) দাদাভাই নৌরোজি
C) বল্লভভাই প্যাটেল
D) আবুল কালাম আজাদ
Question 16: প্রথম কোন ভারতীয় ICS এ যোগদান করেন?
A) সুভাষচন্দ্র বসু
B) দাদাভাই নৌরজি
C) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী
D) সত্যেন্দ্রনাথ ঠাকুর
Question 17: কোন ভারতীয় অলিম্পিকে প্রথম ব্যক্তিগতভাবে মেডেল পায়?
A) কর্নম মালেশ্বরী
B) সুশীল কুমার
C) কে ডি যাদব
D) অভিনব বিন্দ্রা
Question 18: জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B) মহাত্মা গান্ধী
C) রাসবিহারী বোস
D) উমেশচন্দ্রব্যানার্জী
Question 19: প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?
A) বাচেন্দ্রী পাল
B) মীরা কুমার
C) আরতি সাহা
D) অরুন্ধতী রায়
Question 20: প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন ?
A) সুস্মিতা সেন
B) রিতা ফারিয়া
C) প্রিয়াঙ্কা চোপড়া
D) ঐশ্বর্য রায়
Question 21: ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
A) জযললিতা
B) মায়াবতী
C) সুচেতা কৃপালিনী
D) সরোজিনী নাইডু
Question 22: জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
A) অরুন্ধতী রায়
B) সুচেতা কৃপালিনী
C) অ্যানি বেসান্ত
D) সরোজিনী নাইডু
Question 23: প্রথম কোন ভারতীয় ম্যাগসেসে পুরস্কার জিতেছিল?
A) সত্যজিৎ রায়
B) এ আর রহমান
C) বিনোবা ভাবে
D) চরণ সিং
Question 24: ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ব্যক্তি কে ছিলেন?
A) খান আবদুল গফ্ফর খান
B) নেলসন ম্যান্ডেলা
C) জর্জ বুশ
D) বারাক ওবামা
Question 25: দু-বার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন?
A) অরুণিমা সিনহা
B) নওয়াং গোমবু
C) সন্তোষ যাদব
D) তেনজিং নোরগে
Question 26: প্রথম কে হাইকোর্টের মহিলা প্রধান বিচারপতি হয়েছিলেন?
A) আন্না চন্ডী
B) লীলা শেঠ
C) আন্না জর্জ মালহোত্রা
D) ফতিমা বিবি
Question 27: ভারতরত্নে ভূষিত প্রথম সংগীতশিল্পী কে ছিলেন?
A) এম এস শুভলক্ষ্মী
B) আশা ভোঁসলে
C) লতা মঙ্গেশকর
D) কিশোর কুমার
Question 28: অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ছিলেন?
A) অমর্ত্য সেন
B) কৈলাস সত্যার্থী
C) সি ভি রমন
D) রবীন্দ্রনাথ ঠাকুর
Question 29: স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
A) লর্ড মাউন্টব্যাটেন
B) চক্রবর্তী রাজাগোপালাচারি
C) জওহরলাল নেহরু
D) রাজেন্দ্র প্রসাদ
Question 30: ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A) সর্বপল্লী রাধা কৃষ্ণন
B) চক্রবর্তী রাজাগোপালাচারি
C) জওহরলাল নেহরু
D) রাজেন্দ্র প্রসাদ

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

Post a Comment

0 Comments