ভারতের সংবিধান কুইজ ( পর্ব-1 ) | Indian Polity Quiz | GK Quiz

Polity Quiz

    তোমরা জিকের ওপর ভারতের সংবিধান কুইজটি দাও। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।



পর্ব 1
বিষয় ভারতের সংবিধান
মোট প্রশ্ন সংখ্যা 20
মোট সময় 5 মিনিট


 General Knowledge Quiz 1


Question 1: অনুচ্ছেদ 45 (শিশু শিক্ষা সংক্রান্ত) কোন সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা সংশোধন করা হয়েছে?
A) 44 তম সংশোধনী
B) 86 তম সংশোধনী
C) 73 তম সংশোধনী
D) 42 তম সংশোধনী
Question 2: নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী আইন ভারতীয় সংবিধানে 10 তম তফসিল যুক্ত করেছে?
A) 52 তম সংশোধনী আইন
B) 61 তম সংশোধনী আইন
C) 48 তম সংশোধনী আইন
D) 64 তম সংশোধনী আইন
Question 3: নিচের কোন সংবিধান সংশোধনী আইনটি, ভারতের সংবিধানে 9ম তফসিলকে যুক্ত করেছে?
A) 1ম সংবিধান সংশোধনী আইন
B) 2য় সংবিধান সংশোধনী আইন
C) 3য় সংবিধান সংশোধনী আইন
D) 4র্থ সংবিধান সংশোধনী আইন
Question 4: নিচের কোনটি রাজ্য বিধানমণ্ডলের নির্বাচন পরিচালনা করে?
A) সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য নির্বাচন কমিশন
B) ভারতের সংসদ
C) NITI আয়োগ
D) ভারতের নির্বাচন কমিশন
Question 5: ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 164 এ মুখ্যমন্ত্রীর নিয়োগ সম্পর্কে কী বলা হয়েছে?
A) মুখ্যমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন।
B) মুখ্যমন্ত্রী রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হবেন।
C) মুখ্যমন্ত্রী রাজ্যের বিধানসভা দ্বারা নির্বাচিত হন।
D) রাজ্যে গণভোটের (রেফারেন্ডাম) মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়।
Question 6: নিচের কোন স্বাধীনতা, 19 অনুচ্ছেদের অধীনে 'স্বাধীনতার অধিকার'-এর অংশ নয়?
A) সংগঠন গঠনের স্বাধীনতা
B) স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা
C) শান্তিপূর্ণভাবে সমাবেশ করার স্বাধীনতা
D) বিবেকের স্বাধীনতা
Question 7: কোন সংবিধান সংশোধনী আইনে, একই ব্যক্তিকে দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছে?
A) 7ম সংশোধনী
B) 5ম সংশোধনী
C) 44তম সংশোধনী
D) 42তম সংশোধনী
Question 8: কোন সংশোধনী ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইন প্রবর্তন করেছিল, যার লক্ষ্য ছিল নির্বাচিত সদস্যদের দল পরিবর্তন করা থেকে বিরত রাখা?
A) 44তম সংশোধনী
B) 42তম সংশোধনী
C) 52তম সংশোধনী
D) 61তম সংশোধনী
Question 9: 71তম সংশোধনী আইন দ্বারা ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে নিম্নলিখিত কোন ভাষাগুলিকে যুক্ত করা হয়েছিল?
A) মারাঠি, উর্দু এবং তামিল
B) অসমীয়া, গুজরাটি এবং পাঞ্জাবি
C) মণিপুরী, কোঙ্কনি এবং নেপালি
D) বাংলা, তেলুগু এবং মালায়লাম
Question 10: মন্ত্রী পরিষদের সভায় কে সভাপতিত্ব করেন?
A) প্রধানমন্ত্রী
B) ভারতের রাষ্ট্রপতি
C) ভারতের উপরাষ্ট্রপতি
D) লোকসভার অধ্যক্ষ
Question 11: কোন সাংবিধানিক সংশোধনী ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) প্রবর্তনের দিকে পরিচালিত করেছিল?
A) 61তম সংশোধনী
B) 86তম সংশোধনী
C) 100তম সংশোধনী
D) 101তম সংশোধনী
Question 12: কে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের সংখ্যা নির্ধারণ করেন?
A) রাষ্ট্রপতি
B) রাজ্যপাল
C) রাজ্য বিধানসভা
D) রাজ্যের মুখ্যমন্ত্রী
Question 13: ভারতীয় সংবিধানের রাজ্যের কর্মপদ্ধতির কোন নির্দেশক নীতিসমূহ অর্জনের লক্ষ্যে জমিদারি প্রথার বিলোপ করা হয়েছে?
A) শিক্ষার প্রচার
B) পরিবেশগত সুরক্ষা
C) আন্তর্জাতিক শান্তি
D) অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার
Question 14: ভারতের কোন আদালত সম্পত্তি বিরোধ, বিবাহবিচ্ছেদ এবং ভোক্তা সমস্যার মতো দেওয়ানী মামলা পরিচালনা করে?
A) ফৌজদারি আদালত
B) রাজস্ব আদালত
C) দেওয়ানী আদালত
D) দায়রা আদালত
Question 15: সাংবিধানিক সংশোধনী বিল একটি আইনে পরিণত হওয়ার জন্য কার সম্মতি প্রয়োজন?
A) ভারতের রাষ্ট্রপতি
B) লোকসভার স্পিকার
C) ভারতের প্রধান বিচারপতি
D) ভারতের প্রধানমন্ত্রী
Question 16: কোন আইনের অধীনে, সিকিউরিটিজ আপিল ট্রাইব্যুনাল (SAT) প্রতিষ্ঠিত হয়েছিল?
A) কোম্পানি আইন, 1956
B) ভোক্তা সুরক্ষা আইন, 2019
C) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আইন, 1992
D) ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি আইন, 1999
Question 17: ভারতীয় সংবিধান অনুসারে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে কাকে বিবেচনা করা হয়?
A) রাষ্ট্রপতি
B) রাজ্যপাল
C) পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
D) সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
Question 18: পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়েছিল?
A) ফ্রান্স
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) যুক্তরাজ্য
D) সোভিয়েত ইউনিয়ন
Question 19: 42 তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিচের কোন শব্দগুলি যুক্ত করা হয়েছিল?
A) সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ
B) সাধারণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ
C) গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক
D) সাধারণতন্ত্র ও সমাজতান্ত্রিক
Question 20: সংঘসূচি, রাজ্যসূচি এবং সমবর্তী সূচীর পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বণ্টন ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে রয়েছে?
A) ষষ্ঠ তফসিল
B) চতুর্থ তফসিল
C) সপ্তম তফসিল
D) পঞ্চম তফসিল

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

Post a Comment

0 Comments