তোমরা আজকে কম্পিউটার সমন্ধে কিছু তথ্য জানবে। এগুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
কম্পিউটার
কম্পিউটার এমন একটি বৈদ্যুতিক যন্ত্র যা ব্যবহারকারীর ইনপুট-ডেটার মাধ্যমে সমস্ত তথ্য গ্রহণ করে, সেটিকে প্রসেসিং-এর মাধ্যমে প্রয়োজনীয় আউটপুট তৈরী করে এবং বিভিন্ন ক্রিয়াকলাপ প্রদর্শন করে।
আয়তন ও কার্য ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারগুলিকে নিম্নলিখিত শ্রেণীতে ভাগ করা হয় — মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার।
কার্য্যের উপর ভিত্তি করে, কম্পিউটারকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয় — অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রীড কম্পিউটার।
হার্ডওয়ার-
বিভিন্ন যান্ত্রিক, চৌম্বকীয় ও বৈদ্যুতিক যন্ত্রাংশ কম্পিউটারের কার্য্য সম্পাদনে সহায়তা করে যাদের হার্ডওয়ার বলে। যেমন-CPU, মাউশ, কীবোর্ড, মনিটার ইত্যাদি।
ইনপুট ডিভাইস-
একটি ইলেকট্রো-মেকানিকাল ডিভাইস যেটা কম্পিউটার থেকে ডেটা ফীড করে ব্যবহারকারীর মাধ্যমে। যেমন-কীবোর্ড, মাউশ, জয় স্টিক, লাইট পেন, ট্র্যাক বল, স্ক্যানার, গ্রাফিক ট্যাবলেট, মাইক্রোফোন, ম্যাগনেটিক ইংক কার্ড রিডার, বার কোড রিডার, অপটিকাল মার্ক রিডার ইত্যাদি।
আউটপুট ডিভাইস-
এটি কোন কম্পিউটার হার্ডওয়ার যন্ত্রাংশ যাহা তথ্যকে মানুষের পড়ার যোগ্য আকারে পরিণত করে। এটা টেক্সট্, গ্রাফিক্স, অডিয়ো এবং ভিডিয়ো আকারে। উদাহরণ-মনিটার, প্রিন্টার, প্লটার, স্পিকার ইত্যাদি।
সফটওয়ার দু-প্রকার-(a) সিস্টেম সফটওয়ার, (b) অ্যাপ্লিকেশন সফটওয়ার।
•কিছু সিস্টেম সফটওয়ার- এর উদাহরণ হল-Mac OS; XENIX; UNIX; LINUX এবং WINDOWS ও তার অন্যান্য সংস্করণ।
•অ্যাপ্লিকেশন সফটওয়ারগুলি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যেমন মাইক্রোসফট অফিস, ক্রোম, ওপেরা ইত্যাদি।
অপারেটিং সিস্টেমস-
অপারেটিং সিস্টেম হয় একটি সফ্টওয়ার যেটা ব্যবহারকারী এবং কম্পিউটার এর মধ্যে সংযোগ স্থাপন করে।
উদাহরণ-উইন্ডোজ, MS-DOS, Apple iOS, এ্যান্ড্রয়েড, লিনাক্স, ইউনিক্স ইত্যাদি।
সোস্যাল নেটওয়ার্কিং সার্ভিস (SNS) -
এটি একটি অনলাইন ক্ষেত্র যা মানব সম্প্রদায়ের মধ্যে একটি সোস্যাল নেটওয়ার্ক বা সামাজিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। কিছু বিখ্যাত সোসাল নেটওয়ার্কিং ওয়েবসাইট হল- ফেসবুক, টুইটার, লিংকড ইন, হোযাটসঅ্যাপ ইত্যাদি।
রিড অনলি মেমোরি (ROM): একটি নন্-ভোলাটাইল মেমোরি যেটা থেকে কম্পিউটার বন্ধ করার পরেও তথ্য মুছে যায় না। এটি শুধুমাত্র তথ্য পড়তে সাহায্য করে। কিছু ROM-এর শ্রেণীবিভাগ হল-PROM, EPROM এবং EEPROM।
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি (RAM): এটি কম্পিউটারের একটি ভোলাটাইল মেমোরি। এটি তাৎক্ষণিক তথ্যকে স্টোর করতে সহায়তা করে এবং সেই সময় যে প্রসেসটা চলছে তা পর্যবেক্ষণ করে। প্রধানতঃ দুটি RAM স্ট্যাটিক RAM এবং ডাইনামিক RAM।
•প্রাইমারী মেমরি হল সেই মেমরি যাকে কম্পিউটার তাড়াতাড়ি ও সরাসরি ব্যবহার করতে পারে।
•প্রাথমিক মেমোরির উদাহরণ হল ROM, RAM এবং ক্যাশে (Cache) মেমোরি।
•সেকেন্ডারি মেমরি হল সেই মেমরি যাকে কম্পিউটার সরাসরি প্রসেস করতে পারে না।
•সেকেন্ডারি মেমোরির উদাহরণ হল হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, অপটিকাল ডিস্ক (CDs এবং CD ROM)।
•ভার্চুয়াল মেমোরি হল একটি হার্ড ডিস্কের মেমোরি যা RAM-এর বৃদ্ধিতে ব্যবহৃত হয়।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ-
একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা কিছু ইংরাজী ভাষার দ্বারা প্রোগ্রাম করে যা, কম্পিউটার-এর সহিত কমান্ড আদান-প্রদানে সহায়তার জন্য ডিজাইন করা হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত ব্যবহৃত হয় নতুন প্রোগ্রাম তৈরী করতে এবং মেশিনের নিয়ন্ত্রণে সহায়তা করে এবং গণিতের অ্যালগোরিদম গুলির বাস্তবায়নে সহায়তা করে।
উদাহরণ-BASIC; C; C++, COBOL; FORTRAN; JAVA এবং Pascal ।
• 2 ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়।
• ভারত 1984 সালে নতুন কম্পিউটার নীতি ঘোষণা করেছে।
• ভারতে তৈরি প্রথম কম্পিউটার হল 'সিদ্ধার্থ', যা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত হয়েছিল।
• ভারতে প্রথম কম্পিউটার 16 আগস্ট, 1986-এ ব্যাঙ্গালোরের প্রধান পোস্ট অফিসে ইনস্টল করা হয়েছিল।
• ব্যাঙ্গালোর ভারতের সিলিকন ভ্যালি নামেও পরিচিত।
• 1976 সালে প্রবর্তিত ক্রে রিসার্চ দ্বারা তৈরি CRAY-1 ছিল বিশ্বের প্রথম সুপার কম্পিউটার।
• 1991 সালে ভারতে তৈরি প্রথম সুপার কম্পিউটার হল PARAM - 8000 ।
• FORTRAN হল প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
• কম্পিউটার মেমোরির সব থেকে ছোট একক হল বিট (Bit)। অন্যান্য বড় মেমোরির এককগুলি বিট (Bit)-এর উপর নির্ভরশীল।
4 বিট = 1 নিবল
8 বিট = 1 বাইট
1024 বাইট = 1 কেবি (কিলো বাইট)
1024 কেবি = 1 এমবি (মেগা বাইট)
1024 এমবি = 1 জিবি (গিগা বাইট)
গুরুত্বপূর্ণ পুরো নাম:-
FTP- File Transfer Protocol
GIF- Graphics Interchange Format
GSM- Global System for Mobile Communication
HTML- Hyper Text Markup Language
HTTP- Hyper Text Transfer Protocol
ISP- Internet Service Provider
JPEG- Joint Photographic Experts Group
LCD- Liquid Crystal Display
LED- Light Emiting Diode
MPEG- Moving Picture Experts Group
MMS- Multimedia Message Service
MICR- Magnetic Ink Character Reader
OMR- Optical Mark Reader
PDF- Protable Document Format
PNG- Portable Network Graphics
ROM- Read Only Memory
RAM- Random Access Memory
SMTP- Simple Mail Transfer Protocol
SIM- Subscriber Identification Module
TCP- Transmission Control Protocol
UPS- Uninterrupted Power Supply
URL- Uniform Resource Locator
USB- Universal Serial Buş
VIRUS- Vital Information Resource under Seize
WWW- World Wide Web
Wi Fi- Wireless Fidelity
কম্পিউটারে ব্যবহৃত শর্ট-কাট কি:-
F2- File-কে Rename করা
F7- বানান ('Spell )চেকেরজন্য
Ctrl + A - সমস্ত text-কে select করা
Ctrl + B - Text কে bold-এ পরিবর্তন করা
Ctrl + C - Text কে Copy করা
Ctrl + V - Text কে Paste করা
Ctrl + X - Text কে Cut করা
Ctrl + I - Text-কে Italics-এ পরিবর্তন করা
Ctrl + P - Page বা Document-কে Print করে
Ctrl + S - Page বা Document-কে Save করে
Ctrl + Y - Last action-কে Redo করে
Ctrl + Z - Last action-কে Undo করে
0 Comments