সিন্ধু সভ্যতা ( পর্ব-1 ) | Indus Valley Civilization Quiz | History Quiz | GK Quiz

History Quiz

    তোমরা সিন্ধু সভ্যতা কুইজ পর্ব 1 ইতিহাসের কুইজটি দাও। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।



পর্ব 1
বিষয় সিন্ধু সভ্যতা
মোট প্রশ্ন সংখ্যা 20
মোট সময় 5 মিনিট


 History Quiz Part 1


Question 1: নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতার সাথে যুক্ত?
A) ভীমবেটকা
B) সাঁচি
C) অজন্তা
D) মহেঞ্জোদারো
Question 2: কোন সালে সিন্ধু সভ্যতার হরপ্পা আবিষ্কৃত হয়?
A) 1821
B) 1939
C) 1921
D) 1967
Question 3: নিচের কোন প্রত্নতাত্ত্বিক 1920-21 সালে সিন্ধু সভ্যতার হরপ্পার বিভিন্ন স্থানে খনন কাজ শুরু করেছিলেন?
A) দয়ারাম সাহনি
B) রাখালদাস ব্যানার্জী
C) আর্নেস্ট ম্যাকে
D) স্যার জন হুবার্ট মার্শাল
Question 4: রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু উপত্যকা উপত্যকার কোন স্থানটি আবিষ্কার করেছিলেন?
A) হরপ্পা
B) মহেঞ্জোদারো
C) কালিবঙ্গান
D) সুরকোটাদা
Question 5: সিন্ধু সভ্যতার লোথাল সাইটে প্রাপ্ত অববাহিকা বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A) গুজরাট
B) পাঞ্জাব
C) রাজস্থান
D) হরিয়ানা
Question 6: নিম্নলিখিত কোন অঞ্চলের সঙ্গে হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্ক ছিল?
A) মঙ্গোলিয়া
B) রোম
C) গ্রিস
D) মেসোপটেমিয়া
Question 7: সিন্ধু উপত্যকার রাখিগড়ি সাইটটি কোথায় অবস্থিত?
A) পাঞ্জাব
B) রাজস্থান
C) হরিয়ানা
D) গুজরাট
Question 8: হরপ্পায় নিম্নলিখিত কোন রঙিন বেলেপাথরের দিয়ে তৈরি একটি পুরুষের ধড় পাওয়া গিয়েছিল?
A) লাল
B) বাদামী
C) সবুজ
D) হলুদ
Question 9: নিচের কোন হরপ্পা বাণিজ্য বন্দরটি আফগানিস্তানে অবস্থিত?
A) পাদ্রি
B) শর্টুগাই
C) রংপুর
D) আলমগীরপুর
Question 10: হরপ্পা সভ্যতায়, কীসের ভাস্কর্যগুলি ত্রিমাত্রিক আয়তনে তৈরির চমৎকার উদাহরণ?
A) মার্বেল
B) গ্রানাইট
C) পাথর
D) কাঠ
Question 11: নিচের কোনটি, সিন্ধু সভ্যতার সময় ধোলাবীরা শহরের বিন্যাসের অনন্য বৈশিষ্ট্য ছিল?
A) এটি একটি একক অনন্য সমাধি ছিল।
B) এটি আট ভাগে বিভক্ত ছিল।
C) এটি দুটি স্বতন্ত্র অংশে বিভক্ত ছিল।
D) এটি তিনটি স্বতন্ত্র অংশে বিভক্ত ছিল।
Question 12: সিন্ধু সভ্যতায় কোন স্থানে মহাস্নানাগারটি পাওয়া যায়?
A) মহেঞ্জোদারো
B) সুরকোটাদা
C) দাইমাবাদ
D) গানেরিওয়ালা
Question 13: ধোলাবীরায় বৃহদাকার দুর্গ নির্মাণে কী ব্যবহৃত হয়েছিল?
A) সিমেন্ট
B) কাঠ
C) পাথর
D) কাদা
Question 14: সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে একটি নৃত্যরত মেয়ের ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে?
A) মহেঞ্জোদারো
B) হরপ্পা
C) রাখিগড়ি
D) লোথাল
Question 15: হরপ্পা সভ্যতার অর্থনীতি প্রাথমিকভাবে কীসের উপর নির্ভর ছিল?
A) যাযাবর পশুপালন
B) কৃষি এবং বাণিজ্য
C) ধাতব কাজ এবং জাহাজ নির্মাণ
D) মাছ ধরা এবং শিকার
Question 16: নিম্নলিখিত স্থাপত্য বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার অংশ ছিল না?
A) পোড়া ইটের বাড়ি
B) উন্নত সড়কপথ
C) জল নিষ্কাশন ব্যবস্থা
D) শিল্প ও বাণিজ্যিক ভবন
Question 17: সিন্ধু উপত্যকা সভ্যতার কোন স্থান থেকে তৃষ্ণার্ত কাকের গল্প নকশা করা একটি পাত্র পাওয়া গিয়াছিল?
গল্পে তৃষ্ণার্ত কাকটি পাত্রের নিচ থেকে জল পান করার একটি চতুর উপায় খুঁজে বের করেছিল।
A) রাখীগড়ী
B) লোথাল
C) হরপ্পা
D) মহেঞ্জোদারো
Question 18: হরপ্পার ধর্মীয় রীতির প্রেক্ষাপটে নিচের কোন বিবৃতিটি/ বিবৃতিগুলি সঠিক?
I. হরপ্পাবাসীরা উর্বরতার সাথে যুক্ত নারী দেবীর পূজা করত।
II. হরপ্পাবাসীরা পশুপতির মতো পুরুষ দেবতার পূজা করত।
A) শুধুমাত্র I
B) শুধুমাত্র II
C) I ও II উভয়ই
D) I বা II কোনওটাই নয়
Question 19: নিম্নলিখিতগুলি মেলান -
সিন্ধু সভ্যতার সাইটবর্তমান রাজ্য
A. লোথালI. হরিয়ানা
B. কালিবঙ্গানII. গুজরাট
C. দাইমাবাদIII. রাজস্থান
D. বিরহানIV. মহারাষ্ট্র
A) A-II; B-III; C-IV; D-I
B) A-I; B-II; C-III; D-IV
C) A-III; B-IV; C-II; D-I
D) A-IV; B-I; C-III; D-II
Question 20: নিম্নলিখিতগুলি মেলান -
সিন্ধু সভ্যতার সাইটখননকারী
A. হরপ্পাI. আর রাও
B. ধোলাবীরাII. জেপি জোশী
C. সুরকোটাদাIII. আরএস বিষ্ট
D. লোথালIV. দয়া রাম সাহিনী
A) A-I; B-III; C-II; D-IV
B) A-II; B-IV; C-III; D-I
C) A-III; B-I; C-IV; D-II
D) A-IV; B-III; C-II; D-I

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

Post a Comment

0 Comments