তোমরা সিন্ধু সভ্যতার কুইজ পর্ব 2 ইতিহাসের কুইজটি দাও। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পর্ব | 2 |
বিষয় | সিন্ধু সভ্যতা |
মোট প্রশ্ন সংখ্যা | 20 |
মোট সময় | 5 মিনিট |
History Quiz Part 2
Question 1: সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কী?
A) হরপ্পা
B) মহেঞ্জোদারো
C) লোথাল
D) কালিবঙ্গান
Question 2: কোন ভাষায় 'মহেঞ্জোদারো' নামের অর্থ 'মৃতের স্তূপ'?
A) ফার্সি
B) উর্দু
C) হিন্দি
D) সিন্ধি
Question 3: হরপ্পা সভ্যতায় নিচের কোন নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছিল?
A) কাদামাটি
B) লাল বেলেপাথর
C) পোড়া ইট
D) শ্বেতপাথর
Question 4: নিচের কোন স্থানে 'নটরাজ' নামে একটি পাথরের পুরুষ মূর্তি আবিষ্কৃত হয়েছিল?
A) লোথাল
B) হরপ্পা
C) রংপুর
D) মহেঞ্জোদারো
Question 5: সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত?
A) বালাথাল
B) ধোলাভিরা
C) খান্দা
D) মান্দা
Question 6: সিন্ধু সভ্যতার নিচের কোন স্থানটি ভারতে পাঞ্জাবে অবস্থিত?
A) কোটডিজি
B) বানওয়ালি
C) বালু
D) রোপার
Question 7: মহেঞ্জোদারোতে পাওয়া বৃহৎ স্নানাগারটি কীরকম আকৃতির ছিল?
A) বৃত্তাকার
B) নলাকার
C) আয়তক্ষেত্রাকার
D) ত্রিভুজাকার
Question 8: 1920-21 সালের দিকে কোন নদীর তীরে খননের সময় হরপ্পা শহরটি পাওয়া গিয়েছিল?
A) রাভি
B) ঝিলাম
C) চেনাব
D) বিয়াস
Question 9: নিচের কোন হরপ্পা সাইটে পোড়ামাটির ‘লাঙ্গল’ পাওয়া গেছে?
A) ধোলাভিরা
B) বানওয়ালি
C) হরপ্পা
D) লোথাল
Question 10: নিচের কোন হরপ্পা সাইট থেকে চাষক্ষেতের প্রমাণ পাওয়া গেছে?
A) মহেঞ্জোদারো
B) চানহুদারো
C) কালিবঙ্গান
D) হরপ্পা
Question 11: মহেঞ্জোদারোর সবচেয়ে বড় ভবন কোনটি?
A) বৃহৎ স্নানাগার
B) বৃহৎ শস্যাগার
C) সমাবেশ হল
D) আয়তক্ষেত্রাকার ভবন
Question 12: সিন্ধু সভ্যতার নিচের কোন শহরে একটি বন্দর পাওয়া গেছে?
A) লোথাল
B) ধোলাভিরা
C) চানহুদারো
D) কালিবঙ্গান
Question 13: সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
A) টিন যুগের সভ্যতা
B) লৌহ যুগের সভ্যতা
C) প্রস্তর যুগের সভ্যতা
D) ব্রোঞ্জ যুগের সভ্যতা
Question 14: সুরকোটাডা প্রত্নতাত্ত্বিক স্থান কোন রাজ্যে অবস্থিত?
A) গুজরাট
B) পাঞ্জাব
C) বিহার
D) রাজস্থান
Question 15: নিচের কোন প্রাণীটিকে হরপ্পা সভ্যতার সীলমোহরে প্রায়শই দেখা যেত?
A) সিংহ
B) ষাঁড়
C) শেয়াল
D) হরিণ
Question 16: নিচের কোন সিন্ধু সভ্যতার স্থানে বৃহৎ জলাধারের প্রমাণ পাওয়া যায়?
A) কালিবঙ্গান
B) লোথাল
C) ধোলাভিরা
D) কোটডিজি
Question 17: সিন্ধু সভ্যতার মানুষ নীচের কোন ধাতুর ব্যবহার জানত না?
A) তামা
B) সোনা
C) লোহা
D) ব্রোঞ্জ
Question 18: 1944 সালে, কে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এবং হরপ্পা খননের কাজ করেন?
A) দয়ারাম সাহনি
B) জন মার্শাল
C) রাখালদাস ব্যানার্জি
D) আর ই এম হুইলার
Question 19: বেশিরভাগ স্ট্যান্ডার্ড হরপ্পান সিলগুলি এক ধরণের ________ নরম পাথর দিয়ে তৈরি যা 2×2 মাত্রার বর্গাকার হত এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হত।
A) রোডোনাইট
B) গোল্ডেন রুটাইল
C) স্টিয়াটাইট
D) সেলেনাইট
Question 20: হরপ্পা সভ্যতার কোন শহরটি প্রায় একচেটিয়াভাবে পুঁতি তৈরি, খোল কাটা, ধাতুর কাজ, সীল তৈরি এবং ওজন তৈরি সহ কারুশিল্পের জন্য নিবেদিত ছিল?
A) মহেঞ্জোদারো
B) নাগেশ্বর
C) হরপ্পা
D) চানহুদারো
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%
0 Comments