তোমরা বিভিন্ন রাজ্যের নৃত্য ( পর্ব -2 ) কুইজটি দাও। এখানে SSC GD 2024 পরীক্ষায় আসা 20 টি প্রশ্ন আছে। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পর্ব | 2 |
বিষয় | বিভিন্ন রাজ্যের নৃত্য |
মোট প্রশ্ন সংখ্যা | 20 |
মোট সময় | 5 মিনিট |
GK Quiz Part 2
Question 1: নিচের কোন শাস্ত্রীয় নৃত্যটি উত্তর ভারতের অন্তর্গত?
A) মোহিনীঅট্টম
B) কত্থক
C) কুচিপুড়ি
D) কথাকলি
Question 2: নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যে বার্ষিক হাম্পি নৃত্য উৎসব উদযাপিত হয়?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) ঝাড়খণ্ড
D) ওড়িশা
Question 3: মুড়িয়েট্টু (Mudiyettu) 2010 সালে মানবতার অভূতপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage of Humanity) প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত ছিল, এটি কোন রাজ্যের একটি ধর্মীয় নৃত্যনাট্য?
A) তামিলনাড়ু
B) ওড়িশা
C) কেরালা
D) কর্ণাটক
Question 4: _____ এর কিন্নাউরি ব্যক্তিরা লোসার শোনা চুকসাম নামক একটি কিন্নাউরি নৃত্য পরিবেশন করে।
A) হিমাচল প্রদেশ
B) মধ্যপ্রদেশ
C) উত্তরপ্রদেশ
D) অরুণাচল প্রদেশ
Question 5: মোহিনীঅট্টম শাস্ত্রীয় নৃত্যধারা নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের অন্তর্গত?
A) কেরালা
B) কর্ণাটক
C) মহারাষ্ট্র
D) অন্ধ্রপ্রদেশ
Question 6: ভিল্লুপাট্টু , যেখানে অভিনয়শিল্পীরা ভিলু বা ধনুককে প্রধান যন্ত্র হিসাবে ধারণ করে গানের মাধ্যমে গল্পগুলি বর্ণনা করে, এটি, _____ এর একটি লোকনৃত্য।
A) তেলেঙ্গানা
B) তামিলনাড়ু
C) ঝাড়খণ্ড
D) গুজরাট
Question 7: কুনবি নামে একটি উপজাতি নৃত্য মূলত ভারতের ______ রাজ্যে প্রদর্শিত হয়।
A) উত্তরাখণ্ড
B) গোয়া
C) সিকিম
D) ওড়িশা
Question 8: কোন রাজ্যের মঠগুলিতে সত্রীয়া নৃত্যের বিকাশ ঘটেছিল?
A) সিকিম
B) আসাম
C) পশ্চিমবঙ্গ
D) অরুণাচল প্রদেশ
Question 9: ময়ূরভঞ্জ ছৌ হল _____ এর একটি উপজাতি নৃত্যের রূপ।
A) ওড়িশা
B) ত্রিপুরা
C) বিহার
D) আসাম
Question 10: নিম্নলিখিত কোন রাজ্যের গালো উপজাতি দ্বারা পোপির নৃত্য পরিবেশিত হয়?
A) কেরালা
B) উত্তরাখণ্ড
C) গোয়া
D) অরুণাচল প্রদেশ
Question 11: রোপ্পি (Roppi) হল ______ রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য।
A) অরুণাচল প্রদেশ
B) কর্ণাটক
C) আসাম
D) কেরালা
Question 12: নিচের কোনটি পাঞ্জাবের একটি জনপ্রিয় নৃত্যশৈলী?
A) গরবা
B) ঘুমর
C) ছৌ
D) ভাংড়া
Question 13: ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম নিম্নলিখিত কোন রাজ্যে উদ্ভূত হয়েছিল?
A) কেরালা
B) উত্তরপ্রদেশ
C) কর্ণাটক
D) তামিলনাড়ু
Question 14: পূর্ব ভারতের কোন নৃত্যটি 2010 সালে মানবতার অভূতপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage of Humanity) প্রতিনিধি তালিকায় স্বীকৃত হয়েছিল?
A) লাবণী
B) ছৌ
C) বিহু
D) গরবা
Question 15: মণিপুরের কোন নৃত্যশৈলী ও সঙ্গীত ধারা 2013 সালে মানবতার অভূতপূর্ব সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage of Humanity) প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল?
A) রাসলীলা
B) মৈবি
C) সংকীর্তন
D) ভোরতাল
Question 16: বার্ষিক মামল্লপুরম নৃত্য উৎসবে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, মোহিনীঅট্টম, ওড়িশি এবং কথাকালি পরিবেশিত হয়। এই উৎসবটি _____ এ আয়োজিত হয়।
A) অন্ধ্রপ্রদেশ
B) তামিলনাড়ু
C) কর্ণাটক
D) মহারাষ্ট্র
Question 17: গিদ্ধা হল _____ এর লোকনৃত্য।
A) রাজস্থান
B) উত্তরপ্রদেশ
C) মধ্যপ্রদেশ
D) পাঞ্জাব
Question 18: 'লাডালাডি' (Ladaladi) হল _____ এর একটি লোকনৃত্য, যেখানে নববধূ ও বরকে কাঁধে তুলেনিয়ে বাকিরা দম্পতিকে ঘিরে নাচ করে।
A) সাঁওতাল
B) গারো
C) ভীল
D) চাকমা
Question 19: কোন রাজ্য সরকার 1995 সালে শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে 'শান্তলা নাট্যশ্রী পুরস্কার' (Shantala Natya Sri Award) আরম্ভ করেছিল?
A) কর্ণাটক
B) তামিলনাড়ু
C) অন্ধ্রপ্রদেশ
D) অসম
Question 20: কোন রাজ্যে প্রতি বছর শ্রেষ্ঠ নৃত্যনির্দেশনার জন্য নন্দী পুরস্কার (Nandi Award) দেওয়া হয়?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) কর্ণাটক
D) অন্ধ্রপ্রদেশ
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%
0 Comments