তোমরা পদার্থবিদ্যা কুইজ পর্ব 1 টি দাও। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পর্ব | 1 |
বিষয় | পদার্থবিদ্যা |
মোট প্রশ্ন সংখ্যা | 25 |
মোট সময় | 5 মিনিট |
Physics Quiz Part 1
Question 1: বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কী?
A) পৃষ্ঠটান
B) সান্দ্রতা
C) পীড়ন
D) অতিরিক্ত চাপ
Question 2: কত উষ্ণতায় জল সর্বোচ্চ ঘনত্ব লাভ করে?
A) 0°C
B) 0°F
C) 4°K
D) 4°C
Question 3: রেকটিফায়ার ব্যবহার করা হয় কেন?
A) AC কারেন্টকে DC-তে রূপান্তরিত করার জন্য
B) DC কারেন্টকে AC-তে রূপান্তরিত করার জন্য
C) সিগন্যালের ক্ষমতা বৃদ্ধি করার জন্য
D) ভোল্টেজ কমানোর জন্য
Question 4: ঘরের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে লাগানো থাকে?
A) শ্রেণী সমবায়
B) সমান্তরাল সমবায়
C) উভয় সমবায়
D) শ্রেণী বা সমান্তরাল সমবায়
Question 5: হাইড্রলিক প্রেস কোন নীতির উপর প্রতিষ্ঠিত?
A) আর্কিমিডিসের সূত্র
B) পাস্কালের সূত্র
C) রেনল্ডের সূত্র
D) বার্নোলির সূত্র
Question 6: তেজস্ক্রিয় উপাদান রেডিয়াম এবং পোলোনিয়াম কে আবিষ্কার করেন?
A) জন ডাল্টন
B) অ্যাভোগাড্রো
C) মেরি কুরি
D) আইরিন জোলিয়ট-কুরি
Question 7: নীচে দেওয়া কোন ভৌতরাশির কোন একক নেই?
A) ভরবেগ
B) ঘনত্ব
C) আপেক্ষিক ঘনত্ব
D) ভরবেগ
Question 8: সূর্যের শক্তির উৎস কী?
A) নিউক্লিয় সংযোজন
B) নিউক্লিয় বিভাজন
C) তেজস্ক্রিয় ক্ষয়
D) আলোক-তড়িৎ প্রভাব
Question 9: বাষ্প ইঞ্জিন কোন বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে কাজ করে?
A) অতিপরিবাহীতা
B) আলোক-তড়িৎ ক্রিয়া
C) তাপগতিবিদ্যার সূত্র
D) আর্কিমিডিসের নীতি
Question 10: দুধ থেকে ক্রিম আলাদা করা যায় কোন বলের কারণে?
A) অপকেন্দ্র বল
B) ঘর্ষণ বল
C) মহাকর্ষ বল
D) অভিকেন্দ্র বল
Question 11: নিউটনের প্রথম সূত্রের অপর নাম কী?
A) সময়ের সূত্র
B) জাড্যের সূত্র
C) শক্তির সূত্র
D) ভরবেগের সূত্র
Question 12: কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের একই পাঠ দেখাবে?
A) 0°
B) 100°
C) -20°
D) -40°
Question 13: নীচের কোন অধাতুটি বিদ্যুতের পরিবাহক?
A) ডায়মন্ড
B) গ্রাফাইট
C) সালফার
D) ফুলিরিন
Question 14: মানুষ কোন কম্পাঙ্কের শব্দ শুনতে পারে?
A) 0-5 Hz
B) 6-10 Hz
C) 11-15 Hz
D) 20-20000 Hz
Question 15: রকেট কোন নীতিতে কাজ করে?
A) নিউটনের প্রথম সূত্র
B) নিউটনের দ্বিতীয় সূত্র
C) নিউটনের তৃতীয় সূত্র
D) নিউটনের চতুর্থ সূত্র
Question 16: ফিউজ তার কোন কোন ধাতুর সংকর দিয়ে তৈরী করা হয়?
A) টিন ও সীসা
B) টিন ও তামা
C) সীসা ও তামা
D) তামা ও রূপা
Question 17: নিম্নলিখিতের মধ্যে কোনটির তাপের নিকৃষ্ট পরিবাহক?
A) কাঠ
B) তামা
C) লোহা
D) সোনা
Question 18: চলমান প্রবাহীর (fluid) বেগ এবং চাপের মধ্যে সম্পর্ক কোন সূত্র বা নীতি ব্যাখ্যা করে?
A) পাস্কালের সূত্র
B) আর্কিমিডিসের নীতি
C) বয়েলের সূত্র
D) বার্নোলির নীতি
Question 19: কোন তলটি তাপের উত্তম শোষক?
A) সাদা অমসৃণ তল
B) কালো অমসৃণ তল
C) সাদা মসৃণ তল
D) কালো মসৃণ তল
Question 20: হাতের সাহায্যে বস্তু তোলার সময়, হাত কীভাবে কাজ করে?
A) সরল যন্ত্র
B) প্রথম শ্রেণির লিভার
C) দ্বিতীয় শ্রেণির লিভার
D) তৃতীয় শ্রেণির লিভার
Question 21: শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ কী?
A) কৈশিক ক্রিয়া
B) সাইফন ক্রিয়া
C) কালির আশ্লেষ
D) কালির সান্দ্রতা
Question 22: কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ হয়?
A) শূন্য মাধ্যমে
B) গ্যাসীয়
C) তরল
D) কঠিন
Question 23: সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন পদ্ধতিতে?
A) পরিবহণ
B) পরিচলন
C) বিকিরণ
D) ঊর্ধ্বপাতন
Question 24: নিম্নলিখিতের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে?
A) টর্চ
B) সোলার লাইট
C) কেরোসিন বাতি
D) মোমবাতি
Question 25: ঘরের তাপমাত্রায় একটি তামার চোঙ বিবেচনা করুন। তাপমাত্রা বৃদ্ধির সাথে তামার চোঙ-এর রোধাঙ্কের কী পরিবর্তন ঘটে?
A) প্রথমে কমে তারপর বাড়ে
B) কমে
C) বাড়ে
D) স্থির থাকে
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%
0 Comments