তোমরা পদার্থবিদ্যা কুইজ পর্ব 2 টি দাও। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পর্ব | 2 |
বিষয় | পদার্থবিদ্যা |
মোট প্রশ্ন সংখ্যা | 25 |
মোট সময় | 5 মিনিট |
Physics Quiz Part 2
Question 1: আন্তর্জাতিক ক্ষেত্রে কয়টি মূল একক আছে?
A) 5
B) 6
C) 7
D) 8
Question 2: নীচের কোন ভৌতরাশিটি কখনও ঋণাত্বক হতে পারে না?
A) দূরত্ব
B) বল
C) গতিবেগ
D) ত্বরণ
Question 3: নীচের কোনটি স্কেলার রাশি?
A) সরণ
B) চাপ
C) ভরবেগ
D) বল
Question 4: নীচের কোনটি ভেক্টর রাশি?
A) দূরত্ব
B) সময়
C) তাপমাত্রা
D) গতিবেগ
Question 5: নীচের কোনটি ভেক্টর রাশি নয়?
A) ক্ষমতা
B) টর্ক
C) সরণ
D) ত্বরণ
Question 6: সময়ের সাপেক্ষে কোন বস্তুর দূরত্ব অতিক্রম করার হারকে কী বলে?
A) ত্বরণ
B) গতিবেগ
C) দ্রুতি
D) সরণ
Question 7: সময়ের সাপেক্ষে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে কী বলে?
A) ত্বরণ
B) গতিবেগ
C) দ্রুতি
D) সরণ
Question 8: কোন বস্তুর ত্বরণ ঋণাত্বক হলে তার গতিবেগ কী হবে?
A) শূন্য হবে
B) একই থাকবে
C) বাড়বে
D) কমবে
Question 9: রঙিন টেলিভিশনে ব্যবহৃত প্রাথমিক রঙগুলি কী কী?
A) সবুজ, হলুদ, লাল
B) লাল, হলুদ, নীল
C) লাল, সবুজ, নীল
D) নীল, হলুদ, সবুজ
Question 10: নিচের কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক?
A) কঠিন
B) তরল
C) গ্যাসীয়
D) শূন্য মাধ্যমে
Question 11: দাঁতের ডাক্তাররা কী ধরণের দর্পন ব্যবহার করে?
A) সমতল দর্পন
B) উত্তল দর্পন
C) অবতল দর্পন
D) বাইফোকাল দর্পন
Question 12: গাড়ির লুকিং গ্লাসে কী ধরণের দর্পন ব্যবহার হয়?
A) সমতল দর্পন
B) উত্তল দর্পন
C) অবতল দর্পন
D) বাইফোকাল দর্পন
Question 13: আকাশে তারার ঝিকিমিকি করার কারণ কী?
A) আলোর প্রতিসরণ
B) আলোর প্রতিফলন
C) আলোর ব্যাতিচার
D) আলোর বিক্ষেপণ (Scattering)
Question 14: আকাশে রঙ নীল হবার কারণ কী?
A) আলোর প্রতিসরণ
B) আলোর প্রতিফলন
C) আলোর ব্যাতিচার
D) আলোর বিক্ষেপণ (Scattering)
Question 15: টিন্ডাল প্রভাবের কারণ কী?
A) আলোর প্রতিসরণ
B) আলোর প্রতিফলন
C) আলোর ব্যাতিচার
D) আলোর বিক্ষেপণ (Scattering)
Question 16: মায়োপিয়া রোগে কোন লেন্স ব্যবহার করা হয়?
A) বাইফোকাল লেন্স
B) উত্তল লেন্স
C) অবতল লেন্স
D) সমতল লেন্স
Question 17: মহাকাশ থেকে মহাকাশচারীরা আকাশের রঙ কী দেখতে পায়?
A) সাদা
B) কালো
C) নীল
D) লাল
Question 18: পরিবাহীর, তড়িৎপ্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতাকে কী বলে?
A) রোধ
B) রোধাঙ্ক
C) তড়িৎ বিভব
D) আধান
Question 19: LED-র পুরো কথা কি?
A) Light Emitting Device
B) Light Emitting Diode
C) Light Encapsulated Device
D) Light Emitting Dots
Question 20: নিউক্লিয় চুল্লীতে নিম্নলিখিতদের মধ্যে কোনটিকে মডারেটর হিসাবে ব্যবহার করা হয়?
A) ইউরেনিয়াম
B) লোহা
C) গ্রাফাইট
D) প্ল্যাটিনাম
Question 21: সিগন্যালের ক্ষমতা বৃদ্ধি করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
A) অ্যামপ্লিফায়ার
B) রেগুলেটর
C) অ্যাটেনয়েটর
D) রাউটার
Question 22: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট নীচের কোন্টি থেকে তৈরি হয়?
A) কপার
B) কলঙ্কহীন ইস্পাত
C) অ্যালুমিনিয়াম
D) টাংস্টেন
Question 23: কোনো রকেটকে মহাকাশে পাঠানোর জন্য প্রয়োজনীয় মুক্তিবেগের মান কত?
A) 6.2 km/s
B) 9.2 km/s
C) 11.2 km/s
D) 15.2 km/s
Question 24: কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বাদুড়েরা তাদের গতিপথের বাধা শনাক্ত করে?
A) ইনফ্রারেড তরঙ্গ
B) আল্ট্রাসোনিক তরঙ্গ
C) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
D) রেডিও তরঙ্গ
Question 25: নীচের কোনটি তাপ পরিমাপের একক?
A) জুল
B) ভোল্ট
C) নিউটন
D) ফ্লাক্স
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%
0 Comments