তোমরা জিকে কুইজ পর্ব 1 - নৃত্য ও নৃত্যশিল্পী এর কুুইজটি দাও। এখানে SSC GD 2024 পরীক্ষায় আসা 20 টি প্রশ্ন আছে। তোমাদের এই কুইজটি সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।
পর্ব | 1 |
বিষয় | নৃত্য ও নৃত্যশিল্পী |
মোট প্রশ্ন সংখ্যা | 20 |
মোট সময় | 5 মিনিট |
GK Quiz Part 1
Question 1: পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শোভনা নারায়ণ কোন ভারতীয় ধ্রুপদী নৃত্যের সঙ্গে যুক্ত?
A) ভরতনাট্যম
B) মণিপুরী
C) ওড়িশি
D) কত্থক
Question 2: লক্ষ্মী বিশ্বনাথন, যিনি সঙ্গীত আকাদেমি থেকে মর্যাদাপূর্ণ নাট্য কলানিধি পুরস্কার জিতেছিলেন, তিনি কোন নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন?
A) কত্থক
B) ভরতনাট্যম
C) কুচিপুড়ি
D) ওড়িশি
Question 3: 2023 সালের মার্চ মাসে কোন উম্মাথট লোকনৃত্য শিল্পীকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল?
A) রানী মাছাইয়া
B) সুভদ্রা দেবী
C) বাণী জয়রাম
D) সুমন কল্যাণপুর
Question 4: অর্জুন সিং ধুরবে কোন নৃত্যশৈলী প্রচারের ক্ষেত্রে তার অক্লান্ত প্রচেষ্টার জন্য 2022 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন?
A) পুং চোলোম নৃত্য
B) ডাফ নৃত্য
C) বৈগা নৃত্য
D) মন্দজাস নৃত্য
Question 5: নিচের কোন নৃত্যশিল্পী 2018 সালে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার জিতেছেন?
A) তপন কুমার পট্টনায়ক
B) সুরূপা সেন
C) রাধা শ্রীধর
D) পণ্ডমূর্তি রামলিন্স শাস্ত্রী
Question 6: কোন ভারতীয় নৃত্যশৈলীর সাথে গুরু চেমনচেরি কুনহিরামন নায়ার যুক্ত ছিলেন?
A) কত্থক
B) সত্রীয়া
C) কথাকলি
D) কুচিপুড়ি
Question 7: নৃত্য কলানিধি পুরস্কার 2023 বিজয়ী বসন্তলক্ষ্মী নরসিংহাচারী, কোন দু'টি নৃত্যশৈলীতে পারদর্শী?
A) ভরতনাট্যম ও কুচিপুড়ি
B) কত্থক ও ওড়িশি
C) মণিপুরী ও ছৌ
D) সত্রীয়া ও মোহিনীঅট্টম
Question 8: ত্রিবাংকুরের রাজা স্বাতী তিরুনালের পৃষ্ঠপোষকতায় 19 শতক থেকে কোন নৃত্যের বিকাশ ঘটেছে?
A) কত্থক
B) কথাকলি
C) মোহিনীঅট্টম
D) কুচিপুড়ি
Question 9: পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কলামন্ডলম গোপী বিশ্বব্যাপী কোন নৃত্যশৈলীর মুখ হিসেবে স্বীকৃত?
A) ওড়িশি
B) কুচিপুড়ি
C) কথাকলি
D) মোহিনীঅট্টম
Question 10: পদ্মভূষণ প্রাপক সিভি চন্দ্রশেখর, ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন প্রখ্যাত শিল্পী?
A) মোহিনীআট্টম
B) কথাকলি
C) কত্থক
D) ভরতনাট্যম
Question 11: 2006 সালে কোন নৃত্যশৈলীর জন্য সরযূ সাইকে নাট্য কলাজ্যোতি পুরস্কার দেওয়া হয়েছিল?
A) ভরতনাট্যম
B) কত্থক
C) কুচিপুড়ি
D) ওড়িশি
Question 12: 2002 সালে পদ্মশ্রী এবং 2013 সালে পদ্মভূষণ প্রাপ্ত সরোজা বৈদ্যনাথন কোন ধ্রুপদী নৃত্যের নৃত্যশিল্পী?
A) কত্থক
B) ওড়িশি
C) মণিপুরী
D) ভারতনাট্যম
Question 13: সংগীত নাটক একাডেমি, সাহিত্যকলা পরিষদ সম্মাননা এবং ভারত সরকারের পদ্মশ্রী প্রাপক ভারতী শিবাজী নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন?
A) কত্থক
B) কথাকলি
C) সত্রীয়া
D) মোহিনীআট্টম
Question 14: 2021 সালে, কোন নৃত্যশৈলীতে তাঁর অসামান্য পারদর্শিতার জন্য ডঃ পদ্মজা সুরেশ কর্ণাটক কলাশ্রী উপাধিতে ভূষিত হন?
A) সত্রীয়া
B) ভরতনাট্যম
C) মোহিনীঅট্টম
D) কত্থক
Question 15: নৃত্যশিল্পী ও অভিনেত্রী টি বালাসরস্বতী ভারতের নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করতেন?
A) ভরতনাট্যম
B) কত্থক
C) ওড়িশি
D) কুচিপুড়ি
Question 16: ভারতের কোন সাম্মানিক ডক্টরেট উপাধি প্রাপ্ত ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পী, ভরতনাট্যম নৃত্যে তাঁর অবদানের জন্য প্রথম রূপান্তরিত মহিলা হিসেবে 2019 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন?
A) ইভাঙ্কা দাস
B) নর্তকী নটরাজ
C) খুশি শেখ
D) লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী
Question 17: কোন নৃত্যশৈলীর অনবদ্য পরিবেশনার জন্য ইশিরা এবং মৌলিক শাহ যৌথভাবে 2018 সালের সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পেয়েছেন?
A) ভরতনাট্যম
B) কত্থক
C) ওড়িশি
D) কুচিপুড়ি
Question 18: রুক্মিণী দেবী অরুন্ডেল নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত?
A) ভরতনাট্যম
B) কুচিপুড়ি
C) কথাকলি
D) ওড়িশি
Question 19: যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর আস্থানা নর্তকী হিসেবে স্বীকৃত?
A) কথাকলি এবং মণিপুরী
B) ওড়িশি এবং কথক
C) মোহিনিয়াট্টম এবং সত্রীয়া
D) ভরতনাট্যম এবং কুচিপুড়ি
Question 20: ভারতীয় ধ্রুপদী নৃত্য সত্রীয়ার উদ্ভাবক কে ছিলেন?
A) সিদ্ধেন্দ্র যোগী
B) ভরত মুনি
C) জানকী প্রসাদ
D) শ্রীমন্ত শঙ্করদের
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%
0 Comments